Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ॥ ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে

স্টাফ রিপোর্টার ॥ অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ সংক্রান্ত হবিগঞ্জ জেলা কমিটির কার্যক্রম সারা দেশে প্রশংসিত হয়েছে। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত ভূমি মন্ত্রনালয়ের এক সভায় হবিগঞ্জ জেলা কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এটি সারা দেশের জন্য মডেল হিসেবে বিবেচনা করার অভিমত ব্যক্ত করা হয়। দেশের সকল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, আরডিসিগন এতে উপস্থিত ছিলেন। তেঁজগাস্থ জরিপ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় ভূমি মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান সভাপতিত্ব করেন। ভূমি প্রতিমন্ত্রী রেজাউল করিম হীরা প্রধান অতিথি ছিলেন। সভায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার বণিক হবিগঞ্জ জেলা কমিটির কার্যক্রমের বিস্তারিত বর্ণনা করেন। তিনি বলেন নিয়মিত মামলা পরিচালনা, গণমাধ্যমে ব্যাপক প্রচার, জেলা কমিটির সদস্যদের অকান্ত পরিশ্রমের ফলে এ কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জেলা কমিটি বরাবরে এ পর্যন্ত ৯০১৮টি অবমুক্তির আবেদন জমা পড়ে। ইতোমধ্যে ১৯১৯টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ৭৯৪টি মামলা সরকার পক্ষে ও ১১২৫টি মামলায় সরকারের বিপক্ষে আদেশ হয়েছে। সভায় হবিগঞ্জ জেলার ন্যায় সারা দেশে কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়। উল্লেখ্য যে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে।