Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চুনারুঘাটের চন্ডী বাগানে বালু বিক্রি হুমকির মুখে বাগান ॥ প্রশাসন নীরব

চুনারুঘাট প্রতিনিধি ॥ হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষ করে চুনারুঘাট উপজেলা চন্ডীছড়া চা বাগান এলাকার বালু মহাল থেকে অবৈধ বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এভাবে বালু উত্তোলনের ফলে বর্ষা মৌসুমে বাগান হুমকির মূখে পড়েছে। বর্তমানে ইজারা ছাড়াই সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসন এর বিরুদ্ধে কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছেনা। খোঁজ নিয়ে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ চন্ডীছড়া চা বাগান এলাকা থেকে চা বাগান পরিস্কারের নামে বাগান ম্যানেজার মুরাদ চৌধুরী এলাকার প্রভাবশালী ব্যক্তিদেরকে নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলার ইনাতাবাদ গ্রামের সুলতান মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়ার রীটপিটিশনে গত বছর ৩০ জুলাই হাইকোর্টে রুল নিশি জারী করেন। রুল অনুযায়ী হাইকোর্ট কারণ দর্শানোর জন্য পরবর্তীতে আদেশ জারী করেন। রুলের পরবর্তী গত বছরের ৯ অক্টোবর হাইকোর্ট উক্ত বালু মহাল এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারী করেন। হাই কোর্টের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বাগান ম্যানেজার স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক কিছু নেতাদের নিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করে ট্রাক, ট্রাক্টর দিয়ে বালু বিক্রি করে যাচ্ছে। এর বিরুদ্ধে উপজেলা বা জেলা প্রশাসনের কোন কার্যকরী পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।