Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি

স্টাফ রিপোর্টার ॥ সরকারের দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল জাতীয় সংসদের অধীবেশনে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রণালয় দু’টি হচ্ছে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ এর অধিবেশনে জাতীয় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চীফ হুইপ আ.স.ম ফিরোজ ২৬টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অনুমোদনের জন্য সংসদে উপস্থাপন করেন। এ সময় উপস্থাপিত কমিটি গুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অনুমোদিত কমিটি গুলোর মধ্যে হবিগঞ্জ জেলা থেকে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির সরকারের দু’টি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।
উল্লেখ্য, হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বিগত মহা জোট সরকারের নৌ-পরিবহণ মন্ত্রনালয় ও যোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন।