Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছে আড়াই লাখ বাংলাদেশি

এক্সপ্রেস ডেস্ক ॥ মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী দুই লাখ ৬৭ হাজার বাংলাদেশিকে বৈধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ বিন হামিদি। অবৈধ বাংলাদেশিদের বৈধ করে নিতে এরই মধ্যে পরিকল্পনা (অ্যামনেস্টি স্কিম) গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব তথ্য জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় বর্তমানে ১৪ লাখ বৈধ বাংলাদেশি রয়েছে জানিয়ে আহমেদ জাহিদ বিন হামিদি বলেন, মালয়েশিয়ায় ২২ লাখ অভিবাসী রয়েছে। এরমধ্যে ১৪ লাখ বাংলাদেশি। ২ লাখ ৬৭ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধ করার পরিকল্পনা চলছে জানিয়ে তিনি বলেন,‘বাংলাদেশ থেকে আরো দেড় লাখ কৃষি শ্রমিক নেওয়ার কথা এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।‘ মালয়েশিয়ার সরকার দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ভিসা প্রসেস আরো সহজ করার পাশাপাশি আগের মতো এরাই ভাল ভিসা চালুর চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান জাহিদ বিন হামিদি।