Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের চুনারুঘাটে কম্পিউার সেন্টার পরিদর্শন

চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোঃ নাফিউল হাসান গতকাল রবিবার চুনারুঘাটে আশ্রয়ন শিবির. ইউনিয়ন কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্টান, কম্পিউটার ও তাঁত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সকালে তিনি বনগাঁও আশ্রয়ন শিবির শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আহমদাবাদ ইউনিয়ন কমপ্লেক্স পরিদর্শন করে প্রধানমন্ত্রির কার্যালয় কর্তৃক পরিচালিত ছয়শ্রী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও মনিপুরী তাঁত প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষক মিতাদেব ও দীপংকর দেব নাথের সাথে কথা বলেন এবং তাতেঁর কাপর বুনন পদ্ধতি অবলোকন করেন। পরে তিনি মণিপুরিদের একটি নৃত্য উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন বিষ্ণুু প্রিয়া মণিপুরি সংস্থার সভাপতি নবকুমার সিংহ, ইউ এন ও (ভারপ্রাপ্ত) মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, নাজির কৃষ্ণ কুমার সিংহ। এছাড়া দুপুরে তিনি অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি দেখেন। এসময় অগ্রনী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভারপ্রাপ্ত ইউএন ও মশিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার, পি আইও মাসুদুল ইসলাম, পিবিএস এর ডিজিএম দীলিপ চন্দ্র সরকার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ হাসান আলী প্রমুখ।