Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বৃন্দাবন কলেজ ব্যবস্থাপনা বিভাগের একযুগ পূর্তিতে পূনর্মিলনী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজের ইতিহাসে এই প্রথম ব্যবস্থাপনা বিভাগের ১যুগ পূর্তি উপলক্ষে গত ২৮মার্চ হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে এক মহামিলন উৎসব হিসেবে “বর্ণাঢ্য পুনর্মিলনী” অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। সকাল ৮টায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন শুরু করে সকাল ৯.০০টায় বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালীতে মুখোশ, ব্যান্ড পার্টি সহ নানান রঙ্গের উপকরন ব্যবহৃত হয়। সকাল ১০.৩০ মিনিটে উদ্বোধনী থিম সং ”কফি হাউজের আড্ডাটা” প্রজেক্টরের মাধ্যমে অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য্য সুইচ টিপে উদ্বোধন করেন। ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র ও বিভাগের শিক্ষক মো: জামাল হোসেন ও উম্মে আইমন তামান্নার চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। প্রাক্তন ছাত্র মোঃ তোফ্াজ্জল হোসেন। জাতীয় সংগীত পরিবেশন করে প্রাক্তন ছাত্র ছাত্রীরা। স্বাগত বক্তব্য রাখেন পূনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মো: মাসুক মিয়া চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ মো: ইকরামুল ওয়াদুদ, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন প্রমূখ। স্মৃতিচরণমূলক বক্তব্য রাখেন প্রফেসর নিখিল রঞ্জন ভট্টাচার্য্য, সহযোগী অধ্যাপক প্রনতেশ দেব, চিত্তরঞ্জন দেবনাথ, মোহাম্মদ মেজবাউল হক, পূনর্মিলনী কমিটির যুগ্ম আহবায়ক হাসবি সাইদ চৌধুরী। পরে স্মৃতিচারন পর্বের মাঝে মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো পরিবেশন করেন।