Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বিয়াম স্কুলের উন্নয়নে এগিয়ে আসছেন সমাজসেবকরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল বিয়াম ল্যাবরেটরী স্কুলের উন্নয়নের জন্য জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের আহবানে এগিয়ে আসছেন সমাজসেবকরা। গত ১ আগস্ট বিয়াম ল্যাবরেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক ও গুনীজন সমাবেশে জেলা প্রশাসক এই আহবান জানান।
আজ সোমবার দুপুরে হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা জাতীয় পার্টির সভাপতি শংকর পাল জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের চেম্বারে তার হাতে অনুদানের ১লাখ টাকার চেক তুলে দেন। চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার গৌতম কুমার ঘোষ ও হবিগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দিলীপ কুমার বণিক।
স্কুলের উন্নয়নে সকল আসবাবপত্র সরবরাহ করবেন বলে প্রতিশ্র“তি দেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। এছাড়াও নাজমা চৌধুরী ২০ হাজার টাকা, কাজী কামরুল আহমেদ ১০ হাজার টাকা, হেলাল আহমদ চৌধুরী ১০ হাজার টাকা, নাবিউর রহমান ১০ হাজার টাকা, রোকসানা পারভিন ৫ হাজার টাকা, শিরিনা হামিদ ৫হাজার টাকা, মাহবুব চৌধুরী ৫ হাজার টাকা ও জাকির হোসেন ৫ হাজার টাকা অনুদান ঘোষনা করেন।
প্রসঙ্গত, হবিগঞ্জে ২০০৩ সালে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা হলেও নিজস্ব ক্যাম্পাস না থাকা এবং দক্ষ ব্যবস্থাপনার অভাবে স্কুলটি অভিভাবকদের প্রত্যাশা পুরনে ব্যর্থ হয়। বর্তমান জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার হবিগঞ্জে যোগদানের পরই স্কুলটিকে শিল্পকলা একাডেমীতে স্থানান্তর করেন এবং এর সংলগ্ন বিয়াম স্কুলের নির্ধারিত স্থানে নিজস্ব ভবন নির্মানের কাজ শুরু করেন। নিজেই তদারকির দায়িত্ব পালনের পাশাপাশি ম্যাজিস্টেটদের দিয়ে ক্লাশ পরিচালনা এবং স্থায়ী অধ্যক্ষ নিয়োগে নতুন প্রাণ পায় প্রতিষ্ঠানটি।