Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির পিঠা উৎসব অনুষ্ঠিত

আব্দুল হালীম ॥ হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে বসন্তের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উজেলার ধুলিয়াখাল পুলিশ লাইনে এ উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ কামরুল আমীন। এ উপলক্ষ্যে আয়োজিত সভায় পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি পুলিশ সুপার পতœী তানিয়া আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ কামরুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপারের স্ত্রী রিতা রায় ও সহকারী পুলিশ সুপারের পতœী উম্মে আফরিন। এছাড়া সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার ওসি নিজাম উদ্দিন, ওসি তদন্ত শেতা দেব, লাখাই থানার ওসি নাজিম উদ্দিন, আজমিরিগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরীসহ বিভিন্ন থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ লাইনের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে পাটি শাপটা, ঝাল পাটি শাপটা, দুধ কলি, ভাপা পিঠা, নুনের সন্দেশ, চুই পিঠা, চিতল পিঠা, চিরুনি পিঠা, মিষ্টান্নসহ ২০/২৫ রকমের পিঠা স্থান পায়। পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের পতœী, নারী পুলিশ কর্মকর্তা ও মহিলা পুলিশরা এ পিঠা তৈরী করে পিঠা উৎসবে যোগ দেন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক জানান, পেশাগত দায়িত্বের কারনে বিনোদনের সুযোগ থাকে না। কিন্তু এ পিঠা উৎসবে এসে খুব ভালো লেগেছে। এ ব্যাপারে পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি পুলিশ সুপার পতœী তানিয়া আরাফাত বলেন, নারী কল্যাণ সমিতির উদ্যোগে এরকম উদ্যোগ অব্যাহত থাকবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।