Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের ৩টি উপজেলা নির্বাচন সম্পন্ন হবিগঞ্জ সদরে সৈয়দ আহমদুল হক লাখাইয়ে মুশফিউল আলম আজাদ আজমিরীগঞ্জে আতর আলী চেয়ারম্যান

আমিনুল ইসলাম/আবুল কাশেম ॥ হবিগঞ্জ সদর, লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩টিতে আওয়ামীলীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক ৪৩ হাজার ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম পেয়েছেন ৩০ হাজার ৯৩৫ ভোট, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা মাহবুবুর রহমান অউয়াল ৩৫ হাজার ৩৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবিদুর রহমান পেয়েছেন ৩০ হাজার ২৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেত্রী ফেরদৌস আরা বেগম ৪২ হাজার ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুন্নাহার শিমুল পেয়েছেন ৩০ হাজার ৫৪৩ ভোট। আজমিরীগঞ্জ উপজেলায় আওয়ায়ামীলীগ নেতা মোঃ আতর আলী ১৬ হাজার ৩১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেতা মিছবাউদ্দিন ভূইয়া পেয়েছেন ১৩ হাজার ৪১৯ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জামায়াত নেতা আব্দুল হাই ১৬ হাজার ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাপা নেতা সাইদুল আমিন চৌধুরী শিরুল পেয়েছেন ১০ হাজার ৭২৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার ৩০ হাজার ৯৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হেনা বেগম পেয়েছেন ১২ হাজার ৮২৯ ভোট। লাখাই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা মুশফিউল আলম আজাদ ১৯ হাজার ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ নেতা আবুল হাশেম মোল্লা মাসুম পেয়েছেন ১৮ হাজার ৮৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা মুর্শেদ কামাল চৌধুরী ১৬ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আমিরুল ইসলাম আলম পেয়েছেন ১৬ হাজার ২৯৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ ফয়জুন্নেছা ১৯ হাজার ৭১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বপ্না রানী আচার্য্য পেয়েছেন ১৩ হাজার ৪১১ ভোট।