Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনীত করতে পারেনি আওয়ামীলীগ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ এখনো কোন একক প্রার্থী মনোনীত করতে পারেনি। ফলে এ উপজেলায় নির্বাচনে আওয়ামীলীগের ৪ নেতা চেয়ারম্যান পদে বিজয়ের লক্ষ্যে মাঠ চষে বেড়াচ্ছেন। আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীগণ হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ইকবাল হোসেন খান, আওয়ামীলীগ নেতা ও সুবিদপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও জেলা কৃষকলীগের সভাপতি মোঃ হুমায়ূন কবীর রেজা।
আওয়ামীলীগ সূত্রে জানা যায়, বানিয়াচঙ্গ উপজেলায় দলের একক প্রার্থী মনোনয়নের লক্ষ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু কেউ ছাড় না দেয়ায় দলীয় একক প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত প্রার্থী মনোনয়নের বিষয়টি কেন্দ্রের উপর ন্যাস্ত করা হয়। এদিকে নির্ধারিত সময়ে ৪ আওয়ামীলীগ নেতাই মনোনয়ন দাখিল করেন। গত ১২ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখও অতিক্রান্ত হয়। নিয়মানুযায়ী প্রত্যেক প্রার্থীর নামে প্রতীকও বরাদ্দ করে নির্বাচন কমিশন। এর পর থেকে প্রার্থীরা স্ব স্ব অবস্থান থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জুড়েসুড়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
এদিকে স্থানীয় বা কেন্দ্র থেকে এখন পর্যন্ত দলীয় কোন একক প্রার্থী মনোনীত করা না হলেও দলীয় অনুকম্পা পাবার লক্ষ্যে কোন কোন প্রার্থীকে দলীয় একক প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে গতকাল বৃহম্পতিবার পর্যন্ত বানিয়াচং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একক প্রার্থী মনোনয়নের কোন পত্র জেলায় আসেনি।