Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাইক্রো নিয়ে জুয়াখেলায় অংশ নিতে যাবার সময় মহাসড়কের নবীগঞ্জে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হবিগঞ্জের মাইক্রো চালক নিহত

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ মৌলভীবাজারের শেরপুর এলাকায় যাত্রাগানের নামে জুয়ার আসরে অংশ নিতে যাবার সময় নবীগঞ্জের সাতাইয়ালের নিকট ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোচালক শাহীন (৩০) নিহত ও কয়েকজন আহত হয়েছে। আহত দু’জনকে আশংকাজনক অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত শাহীনের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার তেতৈয়া গ্রামে। দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।
বিভিন্ন সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় যাত্রাগানের আসর বসানো হয়। এতে জুয়ার আসরও রয়েছে। গতকাল রাতে ওই জুয়ার আসরে অংশ নিতে কতিপয় ব্যক্তি (মাইক্রো নং ঢাকা-চ-১১-৪০১৫) ভাড়া করে। রাত ১০ টার দিকে চালক শাহীনকে নিয়ে জুয়ারীরা মাইক্রো যোগে জুয়ার আসরে অংশ নিতে রওয়ানা দেয়। তাদের বহনকারী মাইক্রোটি রাত ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সাতাইয়াল নামক স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (নং ঢাকা মেট্রো-ড-১৪-১৭১৯) এর সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় মাইক্রোটি চিটকে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রো চালক শাহীন মিয়া (৩০) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় জুয়া খেলায় অংশ নিতে যাওয়া যাত্রীরা। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ২জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।