Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হেভেন হত্যা মামলা হাবিবসহ দু’আসামীর দেড় মাসের জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলের জের হিসেবে নিহত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলায় দুই আসামী ছাত্রলীগের আহবায়ক (বহিস্কৃত) হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম আহবায়ক খুরশেদ আলম মফিজকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।
২ মার্চ রাতে মকবুল হোসেন চৌধুরী ১৫ জনের বিরোদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা পলাতক রয়েছে। ছাত্রলীগ সূত্রে প্রকাশ, ২৪ ফেব্র“য়ারী শহরের নতুন বাজার মোড়ে ছাত্রলীগের কমিটি ও সিনিয়র-জুুনিয়র দ্বন্ধের জের হিসেবে দু’গ্র“পের সংঘর্ষে গুরুতর আহত হন হেভেন চৌধুরী। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এঘটনায় উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত এবং আহবায়কসহ ৭ জনকে বহিস্কার করে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে কফিন নিয়ে র‌্যালী এবং স্মারকলিপি দেয় নয়মৌজার লোকজন। আসামী গ্রেপ্তারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়। পলাতক দুই আসামী ১২ মার্চ হাইকোর্টের ডিভিশন ব্যাঞ্চে জামিন আবেদন করেন। শুনানী শেষে বিচারপতি নাইমা হায়দার এবং জাফর আহমেদের বেঞ্চ উল্লেখিত দুই নেতার ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। সুপ্রিম কোর্টের আইনজিবী লিটন আহমদ জামিনের সত্যতা নিশ্চিত করেন।