Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মেয়র জি কে গউছ বিএনপি প্রতিষ্ঠা করে শহীদ জিয়া বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে এসেছিলেন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি প্রতিষ্ঠা করে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে এসে ছিলেন। তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। মেয়র বলেন- বর্তমান স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার সংবিধান পরিবর্তন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের জনগণ তা প্রতিহত করবে।
তিনি গতকাল ররিবার সন্ধ্যার পর বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। জেলা বিএনপির উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজ আলী খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, ডাঃ আহমুদুর রহমার আব্দাল, ইসলাম তরফদার তনু, এডভোকেট হাজী নুরুল ইসলাম, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, আজিজুর রহমান কাজল, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, মহিবুল ইসলাম শাহীন, মিয়া মোঃ ইলিয়াছ, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মখলিছ উর রহমান তালুকদার, মাহবুবুর রহমান আউয়াল, জালাল আহমেদ, এডভোকেট ফাতেমা খানম, শাহ আলম চৌধুরী মিন্টু, আমিনুল ইসলাম বাবুল, মহসিন সিকদার, এমদাদুল হক ইমরান, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, নাসির উদ্দিন আফরোজ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী কবির হোসেন।
এদিকে সভায় ব্যবসায়ী নেতা আব্দুর রহমান মেয়র জি কে গউছের হাতে ফুলেল তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।