Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুরি হয়ে আসা গরুটি ফেরত দিয়েছে বাল্লা বিজিবি ॥ উত্তেজনাকর পরিস্থিতির অবসান

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ অবশেষে ভারত থেকে চুরি হয়ে আসা গরুটি ফেরত দিয়েছে বাল্লা বিজিবি। গতকাল চুনারুঘাটের বাল্লা সীমান্তের রেমা বিওপি দিয়ে গরুটি ফেরত দেয়া হয়। এর ফলে ৩ দিনের উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয়েছে। বিজিবি সূত্র ও এলাকাবাসি জানান, ১১ মার্চ দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের চেরমাবস্তি এলাকার সাহা প্রদীপ দাসের গর্ভবতী একটি গাভী চোরেরা ১৯৬৯ নং মেইন পিলারের ৪৪ সাব পিলারের পাশ দিয়ে নিয়ে আসে। এনিয়ে ভারতের বাছাইবাড়ী ক্যাম্পের বিএসএফ বাল্লা বিজিবিকে পত্র প্রেরণ করে ২৪ ঘন্টার মধ্যে গরু ফেরতের অনুরোধ জানায়। এদিকে চেরমাবস্তি এলাকার লোকজন গরু উদ্ধারের জন্য বাংলাদেশের ভু-খন্ডে প্রবেশ করে বন মজুরসহ অন্যান্যদের নানা ধরণের ভয়ভীতি দেখায় এবং গরু ফেরত না দিলে জঙ্গলে প্রবেশে নিষেধ করে। এরপর বাল্লা বিজিবি জোয়ানরা ওই গরু উদ্ধারে তৎপর হয়। উত্তেজনা প্রশমনে জহিরুল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় মেম্বার নির্মল চন্দ্র দেব, আঃ রউপ, আব্দুল্লাহ ও মালেকসহ অন্যান্যরা গোপন সংবাদের ভিত্তিতে চোরাই ওই গাভীটি জারুলিয়া গ্রামের গরু ব্যবসায়ী আকসিরের বাড়ী থেকে উদ্ধার করে বিজিবি জোয়ানের নিকট হস্তান্তর করেন। আকসির জানায়, সে গরুটি মাসুক ও মানিকের কাছ থেকে ২০ হাজার টাকায় কিনেছে। মানিক বলেছে, সে গরুটি শাহীন ও চিকা মাসুকের কাছ থেকে কিনে বিক্রি করেছিল।