Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিকেজিসি’র দখলকৃত পুকুরটি উদ্ধারের নির্দেশ দিলেন ডিসি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বি.কে.জি.সি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরনো পুকুরটি উদ্ধারের নির্দেশ দিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি সংশ্লিষ্ট পুকুরটি সরেজমিন পরিদর্শন শেষে এ্যসিল্যান্ডকে এই নির্দেশ দেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারী পুকুরটি অন্যের দখলে দেখে হতবাক হন। সেই সঙ্গে আইনজীবি কর্তৃক এখনও পুকুরটিতে মাটি ভরাটের কাজ চলায় আরও হতভম্ব হন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করে দুয়েক দিনের মধ্যে পুকুরটি দখলে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ্যাসিল্যান্ডকে বলেন। এজন্য আইন শৃংখলা বাহিনীর সহযোগিতারও আশ্বাস দেন। এছাড়া স্কুল কর্তৃপক্ষের সরকারী সম্পত্তি রক্ষায় আরও বেশী যতœবান হতে পরামর্শ দেন। তিনি বলেন, যত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি সরকারী সম্পত্তি দখল করুক না কেন তা উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করা হবে। তিনি সংশ্লিস্ট স্কুলের অভ্যন্তরে অবস্থিত পুরাতন স্টাফ কোয়ার্টারের অকেজো বিল্ডিংগুলোর আশপাশ এলাকার জঙ্গল দ্রুত পরিস্কার করে পরিচ্ছন্ন পরিবেশে ছাত্রীদের লেখাপড়া চালানোর সুযোগ করে দিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমিনা বেগমকে নির্দেশ দেন। এ এসময় তার সাথে ছিলেন, এডিসি (রাজস্ব) মোঃ সফিউল আলম, প্রধান শিক্ষিকা আমিনা বেগম, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি সমাজসেবক রফিকুল হাসান চৌধুরী তুহিন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ।