Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের কালেঙ্গা বন থেকে গাছ পাচারকালে ৪ লাখ টাকার সেগুন ও ট্রাকসহ ৪ চোরাকারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বন থেকে গাছ পাচারকালে ৪লাখ টাকার সেগুন কাঠ ভর্তি ট্রাকসহ ৪ চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-চুনারঘাট উপজেলার রানীগাও গ্রামের আব্দুছ ছামাদের পুত্র আব্দুছ ছালাম (৩৫), একই এলাকার হাজী আব্দুর রশিদের ছেলে ফুল মিয়া (৪০) ও নুর হোসেনের পুত্র কামাল মিয়া (৩০)। গতকাল সকালে চুনারুঘাটের পীরেরগাও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বনাঞ্চল থেকে গাছ কেটে পাচারকারীরা ট্রাকযোগে পাচারের উদ্দেশ্যে রানীগাও থেকে সাটিয়াজুরি সড়ক দিয়ে রওয়ানা দেয়। পথিমধ্যে পীরেরগাও এলাকায় পৌছুলে চুনারুঘাট থানার এস আই আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ট্রাকের গতিরোধ করে উল্লেখিত ৩ জনকে গ্রেফতার করে। তবে ট্রাক চালক আবু বকর পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ পাচারকাজে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্টো-ঢ-১১-৩৯১৩) ও পাচারকারীদের থানায় নিয়ে আসে। বিকেল ৪টায়  চুনারুঘাট থানার এস আই কবিরুল ইসলাম বাদি হয়ে গাছ পাচারের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী বলেন, পাচারকালে ৩ চোরাকারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।