Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভায় নগর খাদ্য উৎপাদন দিবস পালিত দরিদ্র হ্রাসকরনে আমাদেরকে সফলতা অর্জন করতে হবে-জেলা প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ইউপিপিআরপি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে নগর খাদ্য উৎপাদন দিবস ২০১৪। এ উপলক্ষে হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন নগর অংশীদারিত্বে মাধ্যমে দারিদ্র হ্রাসকরন প্রকল্প (ইউপিপিআরপি) আয়োজন করে নানা কর্মসুচীর। কর্মসুচীগুলোর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, নগর খাদ্য-কৃষি মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন। সকাল ১০ টায় পৌরমঞ্চে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ ধরনের প্রকল্প দরিদ্র মানুষের জন্য এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি বলেন খাদ্য উৎপাদনে আমরা অনেক সফলতা অর্জন করলেও দারিদ্র বিমোচনসহ অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে আরো অগ্রগতি অর্জন করতে হবে। তিনি পশুপালন, মাশরুম চাষসহ বিভিন্ন খামার পরিচালনা করে নগরে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীকে পারিবারিক জীবনে স্বচ্ছলতা আনতে উৎসাহ প্রদান করেন। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন নগর খাদ্য উৎপাদনে আমরা শহরের কমবিত্তের অধিকারী জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে চাই। তিনি বলেন খাদ্য উৎপাদন করতে বাড়তি জমির প্রয়োজন নেই। বাড়ীর আঙ্গিনায় খামার করে ইতিমধ্যে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। মেয়র ফরমালিনযুক্ত খাবার বর্জন করে নিজের উৎপাদিত ফরমালিনমুক্ত খাবার পরিবারের সদস্যদের মুখে তুলে দিতে সকলের প্রতি আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি বিভাগের উপ পরিচালক গোপাল চন্দ্র দাস ও জেলা মৎস কর্মকর্তা আশরাফ উদ্দিন আহম্মদ। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর পিয়ারা বেগম, পৌরসভার সচিব নুর আজম শরীফ ও সিডিসি ফেডারেশনের সভাপতি আরব আলী। সভা উপস্থাপনা করেন ইউপিপিআরপি’র সোসিও ইকোনোমিস্ট মোঃ মাহবুব আলম। আলোচনা সভার পর এক বর্ণাঢ্য র‌্যালী সারা শহর প্রদক্ষিন করে। দিনব্যাপী নগর খাদ্য-কৃষি মেলায় ১৫ টি স্টল ছিল। ষ্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায়। সন্ধ্যার পর স্থানীয় শিল্পীবৃন্দ পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিরতনী অনুষ্ঠান।