Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত নারী মুক্তিযোদ্ধা ফারিজাকে অনুদান

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসন ও মহিলা বিষায়ক অধিদপ্তর আয়োজিত ব্র্যাক ও সানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন সহযোগিতায়  আলোচনা সভার পূর্বে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আলোচনা সভা বানিয়াচং উপজেলা মিলয়াতনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনীর উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী মমিন, ব্র্যাক বানিয়াচং উপজেলা সমন্ময়কারী মোঃ মহসীন উদ্দীন, এলাকা উন্নয়ন সমন্ময়কারী মোঃ ফকরুল আলম ভুঁইয়া। ব্র্যাক বানিয়াচং চৌধুরী পাড়ার এলাকা  উন্নয়ন সমন্বয়কারী বৃন্দাবন কুমার সাহা’র পরিচালনায় সভায় বক্তৃতা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সেক্টর স্পেশালিষ্ট মোঃ আলী ফারুক, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর সেক্টর স্পেশালিষ্ট আবুল কালাম ভুঁইয়া, জেন্ডার কর্মসূচীর সেক্টর স্পেশালিষ্ট মোঃ আতিয়ার রহমান, সানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলেটেটর মোঃ আসিকুল হক, নারী মুক্তিযোদ্ধা ফারিজা খাতুন, গুলবাহার খাতুন, রহিমা খাতুন প্রমুখ। সভা ও র‌্যালিতে সানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও ব্র্যাকের বিভিন্ন সমিতির হাজারো নারী অংশ গ্রহন করে। সভা শেষে নারী মুক্তিযোদ্ধা ফারিজা খাতুনকে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার  এস এম মুনীর উদ্দীন আর্থিক অনুদানের একটি চেক এবং  দুই বান্ডিল টিন হস্তান্তর করেন।