Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াইচর থেকে ফেনসডিল ছিনতাই

চুনারুঘাট প্রতিনিধি ॥ ফেনসিডিল কেনার আধিপত্য নিয়ে চুনারুঘাট সীমান্তে কদ্দুছ নামের এক ফেনসিডিল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা ১শ বোতল ফেনসিডিল ছিনিয়ে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে সীমান্তের বিতর্র্কিত খোয়াই চরে ঘটে এ ঘটনা। আহত কদ্দুছকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীমান্ত সুত্র জানায়, গতকাল ভোরে ভারতের ত্রিপুরা সীমান্তের দূর্গানগর গ্রাম থেকে ফেনসিডিল কেনার জন্য গাজীপুর গ্রামের খালেকের পুত্র কদ্দুছ খোয়াই চরে অবস্থান নেয়। এ সময় ওই চরে ফেনসিডিল কেনার জন্য যায় গোবরখলা গ্রামের জাবেদ, উজ্বল ও হেলাল নামের অপর তিন ব্যবসায়ী। উভয় দলের ব্যবসায়ীরা একই স্থানে অবস্থান করার ঘটনা নিয়ে এক পর্যায়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয় এবং তাদের মাঝে সৃষ্ট ঘটনার মিমাংসা করে দেয় দূর্গানগর এলাকার মাদক ব্যবসায়ী সাগর। এ ফাঁকে রশির মালা বানিয়ে দূর্গানগর থেকে ফেনসিডিল খোয়াই চরে পাঠায় ভারতের মাদক ব্যবসায়ী সাগর। এ ফেনসিডিলের মালিকানা নিয়ে আবারো উভয় দলের মাঝে ঝগড়া বাধে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাবেদের দল চির প্রতিদ্বন্দ্বি কদ্দুছকে দা দিয়ে কুপিয়ে জখম করে ১শ বোতল ফেনসিডিল নিয়ে যায়। খবর পেয়ে আত্মীয়রা ঘটনাস্থলে গিয়ে কদ্দুছকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে যান। এর কিছুক্ষন পর চুনারুঘাট থানার দারোগা আরিফ ঘটনাস্থলে গিয়ে লুট হওয়া ফেনসিডিল উদ্ধারের জন্য আশ-পাশের কয়েকটি বাড়ীতে ব্যর্থ অভিযান পরিচালনা করেন।