Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইকবাল খান চৌধুরী বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল খান চৌধুরীকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) পদায়ন করা হয়েছে। একই পদমর্যাদার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম গোলাম ফারুককে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়াও উপসচিব পর্যায়ের কয়েকজন কর্মকর্তার পদেও রদবদল হয়েছে। মোঃ ইকবাল খান চৌধুরী
৮২ স্পেশাল ব্যাচে সহকারি কমিশনার হিসেবে চাকুরিতে যোগদান করেন। পরবর্তিতে তিনি পূর্ত মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন, কৃষি, যোগাযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুগ্ম ও অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। মোঃ ইকবাল খান চৌধুরী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমূখা চৌধুরী বাড়ির মরহুম মোঃ কাইয়ুম খান চৌধুরীর বড় পুত্র। তিনি ১৯৫৫ সালের ১ অক্টোবর তার নিজ গ্রামে জন্ম গ্রহণ করেন। গত ২ মার্চ রবিবার জনপ্রশাসন মন্ত্রাণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়। তিনি দায়িত্ব পালনকালে হবিগঞ্জ তথা সকলের সহযোগিতা কামনা করেছেন।