Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে নববিবাহিত স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নববিবাহিত স্ত্রীসহ ৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেছে এক প্রবাসী স্বামী।
মামলা সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার স্নানঘাট ইউপির বাঘদাইড় গ্রামের ফজল রহমানের পুত্র প্রবাসী মকসুদ মিয়া (২৪) এর সহিত গত ১৩ ফেব্র“য়ারী বিবাহ হয় একই গ্রামের আখলাছ মিয়ার কন্যা ছুলেমা খাতুন ওরফে ছালমা (২২)। আরজিতে উল্লেক করা হয়, কয়েকদিন সংসার করার পর প্রবাসী খালাতো ভাই গিয়াস উদ্দিনের সহিত তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে বুঝতে পারে তার প্রবাসী স্বামী। এবং প্রায়ই রাতে তার মোবাইল ফোনে অজানা লোকদের সহিত আলাপচারিতায় লিপ্ত থাকে ছালমা। এ অবস্থা দেখে স্বামী মকসুদ মিয়া তাকে পর পুরুষের সহিত কথা বলতে নিষেধ করে। এক পর্যায়ে এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরে ছালমা সুযোগ বুঝে তার দেওয়া ৩ ভরি স্বর্ণালঙ্কারসহ একটি স্টিলের টাংক নিয়ে তার পিত্রালয়ে চলে যায়। পরে স্বামী মকসুদ মিয়া তার শ্বশুর বাড়ি গিয়ে ছালমাকে আসতে বলে ছালমার পিতা তাকে প্রাণে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে এলাকার  স্থানীয় ব্যাক্তিদের বিষয়টি অবগত করে মকসুদ মিয়া। স্বামী মকসুদ মিয়া বিয়ের পর তার নির্ধারিত ছুটি শেষ  হওয়ার প্রাক্কালে এ বিষয়টি অন্য দিকে ধামা চাপা দেওয়ার জন্য কিছুদিন পূর্বে স্থানীয় একটি পত্রিকায় মকসুদ মিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়ে তার পারিবারিক সুনাম ক্ষুন্ন করায় মকসুদ মিয়ার শ্বশুর। গতকাল সোমবার মকসুদ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী ছালমা খাতুনসহ ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। যাহার নং ১৫২/১৪।