Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেওয়ান মাহবুব রাজার ওরস শুরু ॥ রাতে কাফেলায় জমে উঠে গান-বাজনার আসর

বরুন সিকদার ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে দেওয়ান মাহবুব রাজার ১২ তম ওরস শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার শহরতলীর উমেদনগরস্থ মাজার প্রাঙ্গনে সকালে পবিত্র কুরআন থেকে পাঠ ও মিলাদ মাহফিল এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। তিনদিন ব্যাপি ওরস মাহফিল উপলক্ষে মাজার প্রাঙ্গনের আশপাশের এলাকায় অর্ধ শতাধিক কাফেলা দল ও মেলা গড়ে উঠেছে। রাতে কাফেলা গুলোতে আশেকানদের গান বাজনার আসর নিয়ে বসতে দেখা গেছে। সার্বিক নিরাপত্তা বিধানে তৎপর রয়েছেন পুলিশ প্রশাসন।
দেওয়ান মাহবুব রাজার মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে গিলাপ ছড়ানো, পবিত্র কুরআন পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফুল দিয়ে সাজানো হয় মাজার প্রাঙ্গন। ভক্তরা তাদের মনোবসনা পুরণের উদ্দেশ্যে টাকা পয়সা, নানা ফলমূল, মোমবাতি, আগরবাতি দান করেন। কেউ কেউ লাকড়ি দিয়ে ধুনচিতে প্রজ্বলিত করেছেন অগ্নি। এদিকে ওরস উপলক্ষে মেলায় ফার্নিচার সহ নানা ধরনের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবদুর রউফকে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মাজারের খাদিম জুলহাস খান জানান, আমরা প্রতি বছরই দেওয়ান মাহবুব রাজার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওরস মোবারক করে থাকি। এতে ধর্ম, বর্র্ণ নির্বিশেষে হাজারো ভক্তের আগমন ঘটে। মাজারে ভক্তদের প্রদত্ত অর্থ প্রশাসনের মাধ্যমে মাজারের সার্বিক কল্যানে ব্যয় করি।