Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে আনারসের বিজয় উল্লাস

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ আনারসের বিজয় উল্লাসে মেতে উঠেছে পুরো চুনারুঘাট। আনাচে-কানাচে চলছে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ। নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছ্বাসে করছেন কোশল বিনিময়। তাদের প্রার্থী আবু তাহেরের সাফল্যে বাধ ভাঙ্গা আনন্দের জোয়ার বইছে সারা উপজেলায়। ২৭ ফেব্র“য়ারী অনুষ্টিত নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু তাহের আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৭৩ ভোটের ব্যবধানে উপজেলা বিএনপি’র সভাপতি কাপপিরিচ প্রতীকের সৈয়দ লিয়াকত হাসানকে হারিয়ে বিজয়ের মুকুট মাথায় পড়েন। তিনি পেয়েছেন ৫১ হাজার ৬ শ’ ৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ লিয়াকত হাসান ভোট পেয়েছেন ৪৭ হাজার ৫শ ৬৯ ভোট। এ ফলাফল ঘোষনা নিয়ে ভোটের রাতে বিএনপি ও তাদের মিত্ররা সারা উপজেলায় একযোগে কাপ-পিরিচের সমর্থনে বিজয় মিছিল বের করলে আইন-শৃংখলা বাহিনীকে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়তে হয়। পরে সরকারী ভাবে ফলাফল ঘোষনা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আওয়ামীলীগের নেতা-কর্মীরা প্রথম প্রথম আনন্দ মিছিল না করার ঘোষনা দিলেও পরবর্তীতে এ সিদ্ধান্ত থেকে তারা পিছু হটেন। শুক্রবার সকালে উপজেলা সদরে আওয়ামীলীগ ও আনারস মার্কার সমর্থকরা বিরাট বিজয় মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাতে সীমান্তের আসামপাড়া বাজারে বিজয় মিছিল বের করে স্থানীয় আওয়ামীলীগ। মিছিলের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন খাঁন ও সাধারন সম্পাদক আঃ মালেক। আনন্দ মিছিল শেষে এক পথ সভায় মিলিত হন নেতা-কর্মীরা। বিজয়ের গুরুত্ব তুলে ধরে বক্তৃতা করেন, দেওয়ান রিপন, সোহেল আহম্মদ, সৈয়দ আরিফ প্রমূখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিজয়ের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিয়ে এলাকার উন্নয়নে একযোগে কাজ করতে হবে। যেতে হবে সাধারন মানুষের কাছাকাছি। তবেই আসবে আসল বিজয়।