Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তথ্য অধিকার আইন, ২০০৯ এর আওতায় জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের জেলা পরিষদ কমপ্লেক্সে দিনব্যাপী এ সভায় জেলার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি-বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানের ৪শ প্রতিনিধি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক। বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক আব্দুল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী আফতাব আলী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। সভায় বক্তারা বলেন, জনগনের ক্ষমতায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত দেশ গড়তে বিভিন্ন প্রতিষ্ঠানকে অবশ্যই তথ্য প্রদান করতে হবে। তবে তথ্য প্রদানে হয়রানী ও অসদাচারণকারী ব্যক্তির বিরুদ্ধে জরিমানা, বিভাগীয় মামলা এবং কারাদন্ডের বিধানও রয়েছে বলে জানান তারা। সভায় তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক বলেন, তথ্য অধিকার সম্পর্কে জানতে পারলে ‘প্রজাতন্ত্রের মালিক জনগণ’ এটি প্রতিষ্ঠা পাবে।