Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে মাধবপুরে ছাত্রলীগের দু’গ্র“পের দু’দফা সংঘর্ষ

মাধবপুর প্রতিনিধি ॥ একুশ ফেব্র“য়ারী প্রথম প্রহরে মাধবপুরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবাদমান দু’গ্র“পের কয়েক দফা সংঘর্ষে যুবলীগের সভাপতিসহ কমপক্ষে ১৫জন আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-একুশ ফেব্র“য়ারী সকাল ৭টার দিকে স্থানীয় সংসদ এড. মাহবুব আলীর নেতৃত্বে প্রভাতফেরী শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শুধু হয়। স্থানীয় সংসদ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানোর পর একে একে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল ও স্কুল-কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীরা ফুল দেয়া শুরু করেন। এসময় জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সাকিব কায়সার দেয়া অনুমোদিত ছাত্রলীগের উপজেলা সভাপতি মনির হোসেনের নেতৃত্বে ফুল দিতে এগিয়ে গেলে জেলা ছাত্রলীগ ষভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল কেন্দ্রীয় কমিটির সমন্বয়ে অনুমোদিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শান্ত সহ নেতাকর্মীরা বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ছাত্রলীগ নেতা মনির হোসেন, বাবু, উজ্জ¦লসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এসময় শহীদ মিনারে ফুল দিতে আসা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভয়ে দিগি¦দিক ছুটাছুটি করতে থাকে। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সংসদ সদস্য এড. মাহবুব আলী আওয়ামীলীগের সিনিয়র নেতাদের নিয়ে বসে আপোষে বিষয়টি নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়ার কিছুক্ষণ পরই আবারও দু’গ্র“পের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ছাত্রলীগ নেতা মনিরের পিতা হাজী আকবর, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, শাহনেওয়াজ শানুসহ কমপক্ষে ৫ জন আহত হয়। প্রায় ১ঘন্টা ব্যাপি বিবাদমান দু’গ্র“পের ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।