Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইডিয়াল স্কুলে পুরস্কার বিতরনকালে এমপি আবু জাহির প্রতিটি ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, হবিগঞ্জ শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। এর মুল কারন পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান না থাকা।  দেশের অনেক জেলায় ইউনিয়ন পর্যায়ে একাধিক কলেজ থাকলেও হবিগঞ্জের সকল ইউনিয়নে কলেজ নেই। প্রতিটি ইউনিয়নে যাতে ন্যুনতম একটি করে কলেজ থাকে তার জন্য উদ্যোগ নেয়া হবে। এরই ধারাবাহিকতায় অচিরেই আইডিয়াল উচ্চ বিদ্যালয়কেও কলেজে রূপান্তরের চেষ্টা করা হবে।
গতকাল শনিবার দুপুরে ভাদৈ আইডিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম এ রাজ্জাকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মো. আলমগীর ভূইয়া বাবুল ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম আনছারী। এমপি আবু জাহির, স্থানীয় উদ্যোগে প্রতিষ্ঠিত ৩ শ্রেণী কক্ষ বিশিষ্ট একটি ভবনের উদ্বোধন করেন।