Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ থেকে সাধুর বাজারে সিএনজি লাইন চালুর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া-সাধুর বাজার এলাকায় সরাসরি সিএনজি লাইন চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে সাধুরবাজারে রাজিউড়া ও নিজামপুর ইউনিয়নের জন সাধারণের সাথে জেলা অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং চট্ট ১৯৭৯) এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। হবিগঞ্জ জেলা অটো রিক্সা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ্ আশরাফ উদ্দিন শামীম এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাংবাদিক শরিফ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা অটো রিক্সা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু, কোষাধ্যক্ষ ময়না মিয়া, সদর উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল হক লিটন। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সাধুরবাজার এলাকার সর্দার কাদির মেম্বার, বাজার কমিটির সাধারণ সম্পাদক লোকমান মিয়া, আক্রম আলী সর্দার, জহুর আলী, শরীফ মাষ্টার, আলকাছ মিয়া, মখলিছ মিয়া, মতিন মেম্বার, জুয়েল রানা, খালেক মিয়া ও ফারুক মিয়া। শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক নেতা শামীম আহমেদ স্বপন, মখলিছ মিয়া, উমেদনগর আঞ্চলিক শাখার সভাপতি আফজাল হোসেন বাবুল, সাধুরবাজার এলাকার শ্রমিক নেতা শামসু মিয়া, ইকবাল মিয়া, ময়না মিয়া, আবুল খায়ের, মুক্তার হোসেন, আব্দাল মিয়া ও শিবলু মিয়া প্রমূখ। এলাকাবাসী জনগন ও যাত্রীদের সুবিধার্থে হবিগঞ্জ থেকে সরাসরি সিএনজি চালুর ও সাধুরবাজার-রাজিউড়া এলাকায় একটি ষ্ট্যাান্ড কমিটি অনুমোদনের দাবী জানান। তাদের দাবীর প্রেক্ষিতে জেলা কমিটির সভাপতি শাহ্ আশরাফ উদ্দিন শামীম অচিরেই একটি ষ্ট্যান্ড কমিটি অনুমোদন দেয়ার ঘোষণা দেন।