Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুলতান আহমদ, জেলা প্রশাসক পতœী মিতা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক পতœী মাহফুজা জাফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পতœী মাকসুদা মওসুমী, কবি তাহমিনা বেগম গিনি, স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক পার্থ দাশ। এদিকে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক জাতীয় পতাকা ও স্কুলের অধ্যক্ষ  সৈয়দা রওশন সুলতানা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। স্কুলের প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত শিশুদের মধ্যে দৌড়, ফেন্টাফেসাং, ব্যাংলাফ, গুপ্তধন উদ্ধার, যেমনখুশি তেমন সাজসহ ১৯টি ইভেন্টে শিশুরা প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া পুরুষ ও মহিলা অভিভাবক, শিক্ষক এবং স্কুল স্টাফগন হাড়িভাংগা, পিলোপাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। খেলা শেষে জেলা প্রশাসক বিজীয় শিশু ও অন্যান্যদের মাঝে পুরষ্কার তুলে দেন।