Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে গতকাল বৃহস্পতিবার মাদ্রাসার হলরুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সমাবেশ পরিচালনা করেন শিক্ষক ইব্রাহীম খলিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আহমেদ রাজু। এ ছাড়াও উপস্থিত ছিলেন- মাদ্রাসার পরিচালক এ এস এম চৌধুরী মহসিন, আব্দুর রউফ, মধু মিয়া, আজিজুর রহমান খান, মাওলানা অলিউর রহমান খান, শিক্ষক নজরুল ইসলাম, রেজাউল করিম, নাসির উদ্দিন আখঞ্জি, জান্নাত কুদ্রতি, তানজিনা, মৌসুমী, লাইজু আক্তার, নোমান মিয়া প্রমুখ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন-আব্দুস সালাম, সেলিনা আক্তার, লাকি আক্তার, আব্দুল মজিদ প্রমুখ। প্রধান অতিথি ফরিদ আহমেদ রাজু তার বক্তব্যে বলেন-হবিগঞ্জ ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা হবে। বক্তারা মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ ছাড়াও গত এবতেদায়ী সমাপনী এবং জেডিসি সমাপনী পরীক্ষায় মাদ্রাসার ছাত্রছাত্রীরা গোল্ডেন এ প্লাসসহ শতভাগ সফলতা অর্জন করায় শিক্ষক ও পরিচালকবৃন্দকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ ধরণের ফলাফল অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন।