Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালী ও আলোচনা

বরুন সিকদার ॥ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে হবিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও ভক্তিগীতির আসরসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে। বুধবার সকাল ৯টায় শহরের মহাপ্রভূ আখড়া থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়া প্রাঙ্গনে শেষ হয়। র‌্যালীর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, পুলিশ সুপার কামরুল আমীন ও পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ। অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন শংকর পাল, এডভোকেট নীলাদ্রী শেখর পুরকায়েস্থ টিটু, এডভোকেট অহীন্দ্র কুমার দত্ত, রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক, এডভোকেট নলিনী কান্ত রায় নীরু, কমিশনার দীলিপ দাস, প্রমথ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, ইসকন মন্দিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ অংশ নেন। সভায় বক্তারা বলেন, ভোগের তীব্র স্পৃহা, নিষ্ঠুরতা, কুটিলতা, উগ্র দাম্ভিকতা এবং ষড়রিপুর প্রবল দাপট থেকে রক্ষা পেয়ে অসত্য থেকে সত্যের পথে যেতে পারি। পাশপাশি অন্ধকার থেকে আলোর পথে গিয়ে মৃত্যু থেকে অমৃতুত্বে নিয়ে যাওয়ার প্রার্থণা করেন।