Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আনারস হচ্ছে মাধবপুরের গণমানুষের প্রতীক-সৈয়দ শাহজাহান

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের ১৯ দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন- আনারস হচ্ছে মাধবপুর উপজেলার গণমানুষের প্রতীক। বিগত নির্বাচনে যে প্রতীকে উপজেলাবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন ওই প্রতীকের মালিক উপজেলাবাসীর আশা আখাংকার প্রতিফলন ঘটাতে পারেনি। পদে পদে তারা বঞ্চিত ও বৈষম্যের শিকার হতে হয়েছে। আপামর জনসাধারনের ভাগ্যের কোন উন্নয়ন হয়নি, ব্যক্তি বিশেষ কিছু লোকের উন্নয়ন হয়েছে। উপজেলা পরিষদের সেবা থেকে তারা বঞ্চিত হয়েছে। আমি যদি আপনাদের সহযোগিতা, দোয়া ও মূল্যবান ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারি, তাহলে উপজেলা পরিষদ হতে জন সাধারনের, কোন ব্যক্তি বিশেষের নয়।
তিনি গতকাল উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজার, জামালপুর, কাশিমপুর, বানিয়াপাড়া, ভবানিপুর, মদনপুর, আনন্দ গ্রাম, মৌজপুর, চৌমহনীসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং মত বিনিময় কালে এ কথা বলেন। এ সময় চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মীর আব্দুল আলীম বাদল, হাজী খুরশেদ, কাদির মিয়া, মনু মিয়া, মিয়া মিয়া, সফু মিয়া, আব্দুস সালাম, ফরিদুর রহমান ফরিদ, মোস্তফা কামাল বাবুল, মন্নাফ মেম্বারসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।