Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খেলাধুলা মানুষের মন ও শরীর ভাল রাখে-মোতাচ্ছিরুল

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী পৌর আওয়মীলীগ সাধারণ সম্পাদক ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীর ভাল রাখে এবং মেধার বিকাশ ঘটায়। খেলাধুলার পাশাপাশি সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রতিটি গ্রামের বিত্তশালী মানুষদের খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার রিচি গ্রামের চক বাজার মাঠে  বিষ্ণুপদ আচার্য্য স্মৃতি টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। চাঁন মিয়া সরকার সমাজ কল্যাণ ঐক্য পরিষদ আয়োজিত টুর্নামেন্টে ফাইনাল খেলায় রিচি গ্রামের সাগর কোণাকে ৫৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইশাণকোনা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়মীলীগ  সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, বাঁধন আচার্য্য, মিলন আহমেদ, আজিজুল ইসলাম বাদল, নুরুল ইসলাম ইসহাক, মোস্তাফিজুর, কাইয়ুম, শামীম, দুলাল, সালমান, সাইদুর, তুহিন, খোকন প্রমুখ। গত ২৫ জানুয়ারী টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল। খেলায় বাঁধন আচার্য্যের সৌজন্যে খেলোয়ারদেরকে বিভিন্ন পুরস্কার দেয়া হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়।