Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে এতিম ও বাক প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে লেডিস ক্লাবের উদ্যোগে এতিম ও বাক প্রতিবন্ধি শিশুদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় সরকারী শিশু পরিবারে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুয়েব হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্ব¡াবধায়ক এ কে এম সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পতœী মিতা বেগম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুর রউফ, লেডিস ক্লাবের সহ-সভানেত্রী মাহমুদা জাফরীন নিক্কন, সূবর্না চৌধুরী, মাকসুদা মৌসুমী, সাধারণ সম্পাদক সৈয়দা আশরিয়া রুনু ও হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবিদুর রহমান। বক্তৃতা করেন, উপাধ্যক্ষ আব্দুজ জাহের, গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মিজবাউল বারী লিটন, সরকারী শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটির সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ডাঃ এম এ রব ও সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন।
পরে লেডিস ক্লাবের উদ্যোগে ৫০জন এতিম ও ১০জন বাক প্রতিবন্ধি শিশুকে তুরস্কের এনজিও কিম সে ইয়ক মু’র সহায়তায় কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।