Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দীঘলবাক এস.এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে গুনীজন সম্মাননা

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক সুলেমান সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাহিত্য, চিকিৎসা, সমাজসেবা, সাংবাদিকতাসহ বিভিন্ন বিভাগে অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। শুক্রবার বেলা ২টায় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, দিঘলবাক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, অ্যাডঃ মোঃ আনসার খান, জাপা নবীগঞ্জ উপজেলা সভাপতি শাহ্ আবুল খায়ের, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দীপ্তেন্দু নারায়ণ রায়, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাহিত্যিক ও সাংবাদিক নিলুফা ইসলাম নিলু, শহীদুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দেশটিভি প্রতিনিধি ছালেহ এলাহী কুটি। অনুষ্ঠান পরিচালনা করেন এটিএন নিউজ’র মৌলভীবাজার প্রতিনিধি প্রত্যুষ তালুকদার। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম সুলেমান সরকারের পুত্র যুক্তরাজ্যস্থ ছালাহউদ্দিন ফাউন্ডেশন’র সভাপতি আলমগীর সরকার।
উল্লেখ্য, ১৯৬৫ সালে সুলেমান সরকার দীঘলবাক এস.এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন।