Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা পরিষদ, বিএমএ ও স্বাচিপের উদ্যোগে- বাহুবলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনা মূল্যে ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ, বিএমএ ও স্বাচিপের উদ্যোগে বাহুবলের গুসাই বাজারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং গরীব দুঃস্থদের মাঝে বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বিকালে বাহুবল উপজেলার গুসাই বাজারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাব আলী, জেলা বিএমএ’র সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, ডাঃ অতনু দাস, ডাঃ দেবাশীষ দাশ, ডাঃ সৈয়দ এম আরবার জাবের, ডাঃ মোঃ মুখলিছুর রহমান উজ্জল, ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ডাঃ রাম চন্দ্র দাস, ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, সৈয়দ মিফতাউর রহমান স্বপন, বুশরাতুল তাছলিমা, রুমি বেগম। উপস্থিত ছিলেন রঞ্জন কুমার দেব, মোঃ মোশাহেদ আলী প্রমূখ।
আলোচনা সভা শেষে বিশেষজ্ঞ ২০ জন ডাক্তার উক্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অংশগ্রহণ করে প্রায় ১ হাজার অসহায়, গরীব ও দুঃস্থদের চিকিৎসা সেবা প্রদান করেন ও  তাদের মাঝে বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের সেবা করা আমার নৈতিক দায়িত্ব। আমি যত দিন বেঁচে থাকব তত দিন আপনাদের সেবা করে যাব। তিনি বলেন, আপনারা জানেন, জননেত্রী শেখ হাসিনা চিকিৎসা সেবা জনগনের দৌড়গোরায় পৌছে দিতে আপ্রাণ চেষ্ঠা করে যাচ্ছে। ডাক্তারদের গ্রাম থেকে পল্লী এলাকার সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করার নির্দেশ দিয়েছেন। আপনারা অচিরেই এর সুফল ভোগ করতে পারবেন।