Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মধ্যে আবুল ফজল চৌধুরী ও হামিদা খাতুন চৌধুরী বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মধ্যে আবুল ফজল চৌধুরী ও হামিদা খাতুন চৌধুরী বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ডাঃ সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল খান চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পৌর মেয়র জি কে গউছ, বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, এএনএস হাবিবুর রহমান, অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান মুরাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আফতাব উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ প্রমূখ। ‘শিক্ষাক্ষেত্রে হবিগঞ্জ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। পরে জেলা শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ২৫ জন শিক্ষার্থীর মধ্যে আবুল ফজল চৌধুরী ও হামিদা খাতুন চৌধুরী স্মারক বৃত্তির নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।