Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রীর সাথে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সাক্ষাত

প্রেস বিজ্ঞপ্তি ॥ প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের সকল প্রত্যাশা পূরণ করবেন। মন্ত্রীর সাথে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সাক্ষাৎকরলে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির ৫৪ সদস্য বিশিষ্ঠ একটি প্রতিনিধি দল গত ৩০ জানুয়ারী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সাথে মন্ত্রণালয়ের সভা কক্ষে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আক্তার হোসেন। সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অতঃপর সমিতির সভাপতি আবুল বাসার ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা প্রাথমিক শিক্ষার আমুল পরিবর্তনের স্বার্থে শিক্ষকদের বিভিন্ন সদস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের মনের আকুতি উপলব্ধি করেন এবং শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো অচিরেই করবেন। মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষকদের সকল প্রত্যাশা পূরন করা হবে। তবে শিশুরা যাতে তাদের কাঙ্খিত শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে দিকে সকল শিক্ষককে সজাগ থাকতে হবে।