Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ হবিগঞ্জে আসছেন অতিরিক্ত শিক্ষা সচিব ইকবাল খান চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ আজ হবিগঞ্জে আসছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী। তিনি বানিয়াচং আইডিয়াল কলেজে উচ্চ শিক্ষার মানোন্নয়ন বিষয়ক একটি সেমিনারে যোগ দিবেন। এ সেমিনারে যোগদান ছাড়াও তিনি বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়  পরিদর্শন ও শিক্ষা খাতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরবেন। এছাড়া রবিবার হবিগঞ্জ প্রেসক্লাবে হবিগঞ্জ এসোসিয়েশন আয়োজিত একটি সেমিনারে যোগদান করার কথা রয়েছে।
এদিকে তাকে বরণ করতে এক প্রস্তুতি সভা বানিয়াচং আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান ধন মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনসুর আলম ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ১নং বানিয়াচং সদর উত্তর-পূর্ব ইউ.পি চেয়ারম্যান মিজানুর রহমান খান, ৩নং বানিয়াচং সদর দক্ষিণ-পূর্ব ইউ.পি চেয়ারম্যান হাবিবুর রহমান, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আমীর হোসেন, আম বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ সাহেদ আলী, অভিভাবক মতিউর রহমান মুতি, প্রভাষক মকসুদা ফয়জুন্নেছা, জসিম উদ্দিন, অরূপ কুমার দাশ, লক্ষণ চন্দ্র কর্মকার, রনজিত দাশ, পুর্ণিমা রাণী ভট্টাচার্য, মিতালী রাণী হোম, ফাতেমা আলা উদ্দিন, মুক্তা মহারত্ম, মোঃ তারেক মিয়া, লাইব্রেরিয়ান মুর্শেদা খাতুন, একাউন্টেন্ট জাহাঙ্গীর আলম, ওএস রতীশ গোপ, শাহ মর্তুজ আলী, সমীরণ গোপ, জয়া রাণী ভট্টাচার্য, অঞ্জনা রাণী দেব, রবিউল আউয়াল প্রমূখ।