Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মৌলভীবাজারে এমএমসি’র স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারে গণমাধ্যম বিষয়ক সেচ্ছাসেবী সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার এমএমসি’র সহযোগিতায় সিভিআইপিএস প্রকল্পের আওতায় লোকাল গভর্নেন্স জার্নালিজম ডেভেলপমেন্ট ফোরাম, ঢাকার আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১১ টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফয়জুল করিম ময়ুন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন লোকাল গভর্নেন্স জার্নালিজম ডেভেলপমেন্ট ফোরাম সভাপতি সিকান্দর ফয়েজ, সাধারণ সম্পাদক পলাশ আহসান। কর্মশালায় এসডিসি’র কনসালটেন্ট ছিলেন আতিয়ার রহমান।
কর্মশালায় উপস্থিত ছিলেন ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র প্রকল্প পরিচালক মো. মোসাব্বের হোসেন, ট্রেনিং কো-অডিনেটর সেলিম আকন, সিলেট আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমান, রাজশাহী আঞ্চলিক সমন্বয়কারী জাহাঙ্গীর আলম খান, যোগাযোগ কর্মকর্তা জাহিন জামান। উক্ত কর্মশালায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৪০ জন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহন করেন।
হবিগঞ্জ থেকে যে সকল সাংবাদিকরা এই কর্মশালায় অংশ নেন তারা হলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, রুহুল হাসান শরীফ, সাবেক সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শোয়েব চৌধুরী, আলমগীর খান, এম এ হালিম, মিলন রশিদ, শাহ ফখরুজ্জামান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শাকিল চৌধুরী, স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম কোহিনুর ও শ্রীকান্ত গোপ।