Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে দুর্ধর্ষ ডাকাতি ॥ গৃহবধূকে কুপিয়ে ৪ লক্ষাধিক টাকার মাল লুট

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল দক্ষিণ গ্রামে পল্লী চিকিৎসকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা গৃহবধূকে কুপিয়ে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা, লেপটপ কম্পিউটার, মোবাইল ফোনসহ অন্ততঃ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলা সদরের বাহুবল (দক্ষিণ) গ্রামে ডা. প্রদীপ কুমার চন্দ্র-এর বাড়িতে। আহত গৃহবধূ ডাঃ প্রদীপ কুমার চন্দ্র-এর স্ত্রী শিখা রানী বাহুবল হাসপাতালে চিকিৎসাধিন আছেন। ঘটনার খবর পেয়ে গতকাল সোমবার সকালে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ অহিদুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, বাহুবল উপজেলার বাহুবল (দক্ষিণ) গ্রামের পল্লী চিকিৎসক প্রদীপ কুমার চন্দ-এর বাড়িতে রোববার রাত ৩টার দিকে ডাকাত দল হানা দেয়। এ সময় অস্ত্রধারি ডাকাত দলের সদস্যরা ঘরের জানালা কৌশলে খুলে এবং গ্রীল ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতদলের সদস্যরা প্রথমেই গৃহকর্তা প্রদীপ কুমার চন্দ ও তার ভাই রতন কুমার চন্দকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। ডাকাতদল পল্লী চিকিৎসক প্রদীপ কুমার-এর স্ত্রীকে কুপিয়ে জখম করে। ডাকাতরা ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, নতুন দু’টি কলাপসিবল গেইট, একটি লেপটপ কম্পিউটার, ৫টি মোবাইল ফোনসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। খবর পেয়ে আশাপাশের লোকজন এগিয়ে এসে আহত গৃহবধূকে বাহুবল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ অহিদুর রহমান পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ক্ষতিগ্রস্থরা মামলা করতে আগ্রহী নন। তবে আমরা স্বউদ্যোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।