Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বনগাঁওয়ে শ্রীশ্রী দুর্লভ ঠাকুরের বার্ষিক মহোৎসব পরিদর্শন করেছেন এমপি মুনিম চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে শ্রীশ্রী দুর্লভ ঠাকুরের বার্ষিক মহোৎসব, অষ্টপ্রহর লীলা কীর্তণ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। কৃষ্ণলীলা সেবক সংঘের উদ্যেগে আয়োজিত অনুষ্টানে পুজারীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত হন। বিকেলে কীর্তন লীলা পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এ সময় তার সাথে ছিলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, অফিসার্স ইনচার্য মোঃ জাহাঙ্গীর আলম, আউশকান্দি ইউনিয়ন জাপা সভাপতি ডাঃ লুৎফুর রহমান, সাধারন সম্পাদক রজব আলী, জাপা নেতা শেখ ফয়জুল ইসলাম দিনু, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি অলিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা হুসাইন আহমদ হামজা, যুবনেতা কাজী জাহান নুর আলী, আলা উদ্দিন, মতিন মিয়া, সুলতান মিয়া, আমীর আলী, হাফিজ মিয়া, ছাত্রসমাজের সহ-সভাপতি তোফায়েল আহমদ ছায়েদ, ছাত্রনেতা সুলতান মাহমুদ প্রমুখ। পরে উৎসব কমিটির সভাপতি কালীপদ আচার্য্যরে সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।