Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহিলারা থাকবে পর্দার ভেতরে, চাকরী করবে কেন?

স্টাফ রিপোর্টোর, চুনারুঘাট থেকে ॥ ‘বাংলা হলো ভারতীয় ভাষা। তাই বাংলা বিভাগে কোন শিক্ষক নিয়োগ দেইনি। এছাড়া মহিলারা থাকবে পর্দার ভেতরে, তারা চাকরী করবে কেন? এলাকাবাসীর কাছে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে  যেয়ে চুনারুঘাট উপজেলার আদমপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আঃ কাইয়ুম এখন বেকায়দায়। তাঁর এ বক্তব্যে ফুঁসে উঠেছেন এলাকার সচেতন লোকজন। মাদ্রাসা সুপারের উদ্ভট বক্তব্যের বিষয়ে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আহমাদুর রহমান। অভিযোগে প্রভাষক বলেন, মিরাশী ইউনিয়নের আদমপুর দাখিল মাদ্রাসার সুপার একটি দৈনিকে বাংলা বিষয়কে পাশ কাটিয়ে ৫ বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই বিজ্ঞপ্তিতে মহিলা প্রার্থীর আবেদন করার কোন প্রয়োজন নেই বলে জানান। প্রভাষক আরো বলেন, মাদ্রাসাটিতে ৬টি পদ দীর্ঘদিন থেকে শুন্য রয়েছে। এতে লেখাপড়ার মান নেমে এসেছে শুন্যের কোটায়। এ বিষয়ে মাদ্রাসা সুপার অভিযোগ অস্বীকার করে বলেন, মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মতে। এখানে সুপারের কোন একক মতামত দেয়ার একতিয়ার নেই। যা হয়-তা বিধি মোতাবেক।