Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষে সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৫ জানুয়ারী থেকে ১৩ ফেব্র“য়ারী পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদেরকে হাম-রুবেলা টিকাদান নিশ্চিত করার লক্ষে গতকাল ২১ জানুয়ারী মঙ্গলবার বানিয়াচং হাসপাতাল সভাকক্ষে নীতি নির্ধারক ও স্থানীয় নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবপদ রায়। প্রধান অতিথি ছিলেন ইউএনও এসএম মুনীর উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মিহির আচার্য, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ৩নং বানিয়াচং সদর দক্ষিণ-পূর্ব ইউ.পি’র চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিন চৌধুরী। সভার শুরুতে যথাক্রমে কোরআন ও গীতা পাঠ করেন মাওলানা সিরাজুল ইসলাম ও কাজল চ্যাটার্জী। মেডিকেল অফিসার ডা. মোঃ ইমরুল হাসান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক হাফেজ ছিদ্দিক আহমদ ও আখলাক হুসেইন খান খেলু, বানিয়াচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা মনজিল মিয়া, বিএনপি’র সহ-সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া নিলু, প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শিক্ষক আলী রহমান, ইউ.পি মেম্বার ধন মিয়া, সমাজসেবক মাসুদ উল্লা খান সাজ্জাদ, আরজু মিয়া, সাংবাদিক মখলিছ মিয়া প্রমূখ। বক্তারা বলেন, হাম একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। রুবেলাও একটি ভাইরাস জনিত অত্যন্ত মারাত্মক সংক্রামক রোগ। বাতাসের সাহায্যে শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে এই রোগ দু’টির জীবানু প্রবেশ করে। গর্ভবতী মায়েরা গর্ভের প্রথম ৩ মাসের সময় রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে গর্ভপাত এমনকি গর্ভের শিশুর মৃত্যু হতে পারে অথবা জন্মগত বিভিন্ন ত্র“টি নিয়ে ভুমিষ্ট হতে পারে। এসব বিষয় তুলে ধরে বক্তারা হাম-রুবেলার টিকা গ্রহণের জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান।