Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাল্লা সীমান্তে পৃথক সংঘর্ষে ১০ জন আহত

স্টাফ রিপোর্টার, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট সীমান্তে ছাগলে বোরো ধানের চারা খাওয়া ও ওরশ মাহফিলে সিগারেটের ছাই ফেলার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদেরকে চুনারুঘাট ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথক ওই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। এলাকাবাসী জানান, রবিবার রাতে গাজীপুর ইউনিয়নের বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামে একটি ওরশ মাহফিলে সিগারেটের ছাই ফেলার ঘটনা নিয়ে বিলপাড় গ্রামের ফিরোজ মিয়ার পুত্র দুলাল (২৫) এর সাথে টেকেরঘাট গ্রামের কদ্দুছ মিয়ার পুত্র হালিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এতে দুলাল (২৫), শিপন (১৭), হালিম (৩০) ও ২ জন বাউল শিল্পী আহত হয়। মারাত্মক আহত দুলালকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দিকে একই দিন রাতে ছাগলে বোরো ধানের চারা খাওয়ার ঘটনা নিয়ে দিঘিরপাড় গ্রামের ভিংরাজ মিয়া ও সুহেল মিয়া গ্র“পের সংঘর্ষে বাধে। এতে মহিলাসহ ৬ জন আহত হয়। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।