Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের সাংবাদিক কালামের ফেলোশীফ গ্রহন

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক যুগান্তরের চুনারুঘাট প্রতিনিধি ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ২০১৩ সালের সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত ইউএসএআইডি’র অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা ফানটা, এফএইচআই ৩৬০ এর যৌথ উদ্যোগে দৈনিক যুগান্তর ও এমআরডিআই’র তত্বাবধানে সুষ্ঠুভাবে “রাইজ মিডিয়া এওয়ার্নেস এন্ড আন্ডারস্টেন্ডিং নিউট্রেশন ইসুজ ইন বাংলাদেশ” বিষয়ে ৩ মাসের ফেলোশীফ সম্পন্ন করেছেন। গত শনিবার এমআরডিআই ঢাকা মোহাম্মদপুর কার্যালয়ের কনফারেন্স হলে ফানটা এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ড. ফেরদৌসী বেগমের কাছ থেকে সনদ গ্রহন করছেন আবুল কালাম আজাদ। পাশে রয়েছেন এপি’র সাবেক ব্যুরো প্রধান ও মিডিয়া ইনফোকাস এর সিইও ফরিদ হোসেন, এম আর ডিআই’র ব্যবস্থাপনা পরিচালক হাসিবুর রহমান, দৈনিক যুগান্তরের মফস্বল ইনচার্জ মহিউদ্দিন সরকার ও কালের কন্ঠের মফস্বল ইনচার্জ খায়রুল বাশার শামীম। আবুল কালাম আজাদ ৯০ দশকে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সমাচার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দৈনিক সংবাদ পত্রিকায় এবং বর্তমানে দৈনিক যুগান্তর পত্রিকায় শুরু থেকেই তিনি চুনারুঘাট প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। আবুল কালাম বাংলাদেশ বেতারের চুনারুঘাট-মাধবপুর সংবাদদাতা হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।