Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সালিশে দু’গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত ৩০

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া বাজারে রাঙ্গেরগাও এবং তেতৈয়া গ্রামের মধ্যে এক সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার মশাজান এলাকায় খোয়াই নদী থেকে তেতৈয়া গ্রামের সোহেলের ট্রাক্টরের মাধ্যমে অন্যান্যদের মতো বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। গত ১৬ জানুয়ারী বালু উত্তোলন করে নিয়ে যাবার সময় সোহেলের ট্রাক্টর চালককে রাঙ্গেরগাও গ্রামের তাহির মিয়া মারধোর করে। এ নিয়ে দু’গ্রামের মধ্যে উত্তেজনা দেখা দিলে সালিশের আয়োজন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় গোপায়া বাজারের ইউপি মেম্বার আফিল উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে উভয় গ্রামের লোকজন সালিশে বসে। সালিশ শুরুর কিছুক্ষনের মধ্যে উভয় পক্ষ কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে রাঙ্গেরগাও এবং তেতৈয়া গ্রামের লোকজন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। এর মধ্যে শফিক মিয়া (৩০), বিলাল মিয়া (১৬), আব্দুল হান্নান (২০), রুবেল মিয়া (২৭), গিয়াস উদ্দিন (২৫), সাকিব (১৭) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে রাতে আবারো সালিশের উদ্যোগ নেয়া হলে তেতৈয়া গ্রাম সালিশে বসতে রাজি হলেও রাঙ্গেরগাও এর লোকজন আলোচনায় বসতে রাজি হয়নি। এ নিয়ে উভয় গ্রামের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।