Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আমির চাঁন কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেমের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অত্যাধুনিক শপিং সেন্টার আমির চাঁন কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আবুল কাশেম এর পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমির আলী গতকাল শনিবার ইংল্যান্ড সময় সকাল ৭টা ১০ মিনিটে মানচেস্টারের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামী মঙ্গলবার মরহুমের মরদেহ বাংলাদেশে নিয়ে আসবেন তার সন্তানেরা। সওদাগর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা শেষে গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার গাবদেব গ্রামে মরহুমের লাশ দাফন করা হবে।
শোক ঃ আবুল কাশেম এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডা: মো: জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, ডা: এসএস আল-আমিন সুমন।