Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ক্ষীন হচ্ছে নাঈমের বেঁচে থাকার আশা

স্টাফ রিপোর্টার ॥ মৌলভী বাজারে ফুফুর বাসায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত মেধাবী নাঈম (৮) এর অবস্থার কোন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, নাঈমকে সুস্থ করে তুলতে হলে উন্নত চিকিৎসার প্রয়োজন। দেশে তার চিকিৎসা করা অনেকটাই অসম্ভব। এ অবস্থায় নাঈমের মা-বাবা চিকিৎসার টাকা যোগাতে হিমসিম খাচ্ছে। ১৩ জানুয়ারী কুমিল্লা জেলার ব্রাম্মনপাড়া উপজেলার শিদলাই গ্রামের আবু বক্করের পুত্র নাঈম মৌলভী বাজারের কোদালীপুর পুরান বাস স্ট্যান্ডের কাছে আসলে অপসোনিন ওষুধ কোম্পানীর পিকআপ ভ্যান (নং ঢাকা মেট্রো-ম- ৫১৩৩৬৩) নাঈমকে চাপা দেয়। এ সময় নাঈমের মাথা তেঁথলে যায়। সাথে সাথে নাঈমকে মৌলভী বাজার হাসপাতালে নেয়া হয়। এখান থেকে তাকে দ্রুত প্রেরন করা হয় সিলেট ওসমানী হাসপাতালে। ডাক্তররা বলছেন, নাঈমের বেঁচে থাকা এখন নির্ভর করছে উন্নত চিকিৎসার উপর। তাকে দ্রুত বিদেশ পাঠানো না গেলে যে কোন সময় তার জীবন প্রদীপ নিবে যেতে পারে। এ অবস্থায় নাঈমের দরিদ্র বাবা হতাশ হয়ে পড়েছেন। তার পক্ষে চিকিৎসার খরচ যোগানো কোন মতেই সম্ভব নয়। তিনি বিত্তবানদের সুদৃষ্টি কামনা করছেন।