Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে দু’স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর দুই ছাত্রী।
জানা যায়, উপজেলার গণকিরপাড় চন্দ্রমল্লিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী দোলন বেগম (১৩) ও পান্না আক্তার (১৩) এর পরিবার বিবাহের দিনক্ষণ ঠিক করে। পান্না আক্তারের বিয়ে আজ শুক্রবার ও দোলন বেগমের বিয়ে আগামী রবিবার ধার্য্য করা হয়। তাদের বিয়েকে কেন্দ্র করে পরিবারে চলছিল উৎসবের আমেজ। এদিকে বাল্য বিবাহের ঘটনাটি ব্র্যাকের পল্লী সমাজ ও চুনারুঘাট মানবাধিকার কাউন্সিলকে অবহিত হলে তাৎক্ষণিক গতকাল বৃহস্পতিবার দুপুরে বামাকার সহ-সভাপতি মোঃ হাছান আলী ও সেক্রেটারী কাজী মাহমুদুল হক সুজন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরকে অবহিত করলে স্থানীয় চেয়ারম্যানকে বাল্য বিবাহের ঘটনাটি তদন্তপূর্বক বন্ধের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম ও আবেদন হাসনাত চৌধুরী সনজু বিকেলে বিয়ে বন্ধ করে দেন এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেয়ার জন্য পবিরারের কাছ থেকে অঙ্গীকার নামা নেন।