Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবনির্বাচিত সংসদ সদস্য এড. মাহবুুব আলী পিতার পদাঙ্ক অনুস্মরন করে বাকী জীবন জনগণের মঙ্গলের জন্য কাজ করতে চাই

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এড. মাহবুুব আলী পিতার পদাঙ্ক অনস্মরন করে দুর্নামবিহীন দেশ প্রেম, সততা ও নেতৃত্বের প্রতি অবিচল আস্থা নিয়ে বাকী জীবন কাটাতে চাই। আমার জীবনের বাকী অংশটুকু মানুষের সেবায় বিলিয়ে দিতে চাই। এ বিজয় আমার একার নয়। এ বিজয় জনতার বিজয়, গরীব, দুঃখী মেহনতী মানুষের বিজয়। জনগণের ভাল করতে পারলে অনুভূতি ভাল। আর যদি মন্দ করি তাহলে অনুভূতিও মন্দ। আমি সব সময় জনগণের মঙ্গলের জন্য কাজ করতে চাই। জনসেবাই আমার বাকী জীবনের ব্রত। গতকাল বৃহস্পতিবার দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর মোবাইল ফোনে অনুভূতি জানতে চাইলে এভাবেই ব্যক্ত করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য সাবেক সহকারী এটর্নি জেনারেল, সুপ্রীম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক এড. মাহবুব আলী। তিনি আরো বলেন, অতীতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। জনগণ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে তাদের সেবা করার দায়িত্ব আমার কাঁদে তুলে দিয়েছেন। আমি তাদের কাছে ঋণী। জনসেবার মাধ্যমে আমি এ ঋণ শোধ করতে চাই।